কিন্তু চুল পড়ার প্রধান সমস্যা হচ্ছে চুলের খুস্কি! খুস্কি কমে আসলে চুল পড়াও কমে আসবে। খুবই সহজ উপায়ে চুলের খুস্কি দূর করা সম্ভব। কিভাবে তা জেনে নেই:
- তৈলাক্ত হেয়ার স্কাল্প’এ তেল দিলে চুলের গোঁড়া আরও নরম হয়ে যায় যার ফলে চুল পড়ে। এমন অবস্থায় চুলে তেল ব্যাবহার না করে পেঁয়াজের রস ব্যাবহার করা যেতে পারে।
- একটি পেয়াজ নিয়ে তা ব্লেন্ডারে ব্লান্ড করে তার রস চুলের গোঁড়ায় তেলের মত করে লাগাতে হবে। দুই ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ফেলতে হবে। এতে চুলের খুসকি পড়া কমে এবং চুল পড়ে যাওয়ার পরিমানও অনেকখানি হ্রাস পায়।


